450 Digital Marketing Free Tool | ৪৫০ ডিজিটাল মার্কেটিং ফ্রি টুল
স্বাধীনভাবে নিজের প্রতিভাকে বিকাশ করার জন্য "স্বাধীনভাবে" নিজের প্রতিষ্ঠানকে বর্তমান অবস্থান থেকে এক ধাপ এগিয়ে রাখতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটুকু সেটা এতদিনে হয়তো বোধগম্য হয়েছে সবার । "এফ-কমার্স" ( ফেসবুক ) এর মাধ্যমে বাংলাদেশের অনেক বেকার তরুণ-তরুণী এখন স্বাবলম্বী। শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে - ঘরে বসেই ব্যবসা পরিচালনা করছেন ডিজিটাল উদ্যোক্তারা। ক্ষুদ্র / বৃহৎ কর্পোরেট ব্রান্ড, মিডিয়া ( টিভি / পত্রিকা ) গুলো আজ অনলাইন তথা সোশ্যাল মিডিয়া নির্ভর । সময়ের চাহিদায় প্রতিষ্ঠানের মালিক বা বিপণনকারী হিসাবে আপনার বর্তমান ব্যবসার স্তর পরিবর্তন করার জন্য বিপণনের সর্বোত্তম অনুশীলন এবং সমস্ত সরঞ্জামের ব্যবহার সম্পর্কে আপনার জানা উচিত। দিন যত যাচ্ছে কম্পিটিশন বেরেই চলছে । তাই সময়ের স্রোতে অনলাইন জগতে একজন দক্ষ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহন করার মতো মানসিকতা তৈরি করুন । এ জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স বা টেকনিকাল কোডিং জানতে হবে এমন টা না, প্রয়োজন শুধু আপনার সময় এবং স্বদিচ্ছা । আজ আমরা অনলাইনে বিজনেস এর জন্য ( ৪৫০ + ) মার্কেটিং ফ্রি টুলস এর সাথে পরিচ...
Comments
Post a Comment