ফেসবুক অ্যাড রিজেক্ট হবার কারন | Why Facebook ads are rejected
আপনি যদি মার্কেটার হোন অথবা নিজে নিজেই অ্যাড দিয়ে থাকেন ফেসবুকে, তাহলে এটার সুযোগ থাকে যে আপনার অ্যাড কিছু কিছু সময় রিজেক্ট হতে পারে। কিছু কিছু সময় কারনটা খুব সহজেই ধরা যায় আবার কিছু কিছু সময় আপনি বুজতেই পারবেন না কেন আপনার অ্যাড রিজেক্ট হলো, আর সেটাই সব থেকে বিব্রতকর ব্যাপার হয়ে থাকে। প্রথমেই যেটা করতে হবে ফেসবুকের রুলসগুলা ঠিক মত পড়ে ফেলুন, দরকার হলে কয়েকবার,রুলসগুলা পড়লে আপনি বুঝতে পারবেন ফেসবুক কি সাপোর্ট করে কি করে না, এবং চেস্টা করুন সেগুলি মেনে অ্যাড চালাতে। নিচে লিস্ট আকারে কিছু কারন দেয়া হলো যেসব কারনেও আপনার অ্যাড রিজেক্ট হতে পারে, যেটা হয়তো আপনি জানেন ই না ঠিক মত টার্গেট না করা আপনার অ্যাড টারগেটিং যদি একদমই ইরিলিভেন্ট থাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস থেকে তাহলে আপনার অ্যাড রিজেক্ট হতেই পারে, ফেসবুক এখানে ভেবে নেয় যে আপনি ধরে বেন্ধে কিছু মানুষকে অ্যাড দেখাতে চাচ্ছেন যারা আপনার অ্যাড একদমই দেখতে চায় না গ্রামারে ভুল হলে অ্যাড রিজেক্ট হয় নরমালি আমরা গ্রামার বলতে যেটা বুঝি ঠিক সেরকম না, যেমন সব লেখা বড় হাতের লিখলেন এটার ফলে আপনার অ্যাড রিজেক্ট হতে পারে, যেটার কারন হ...